আনন্দমুখর পরিবেশে ভোট দিয়েছে শিক্ষার্থীরা : ঢাবি ভিসি

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৯

পাবলিক ভয়েস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামান বলেছেন, অত্যন্ত সুন্দর ও আন্দমুখর পরিবেশে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে ভোট গ্রহণের শেষ পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভিসি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধা আমি অভিভূত হয়েছি। আমরাদের তাদের মাধ্যমে উৎসাহিত হচ্ছি।

এর আগে দুপুর ১টার কিছুক্ষণ পরে নির্বাচন প্রত্যাখ্যান করে নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছে ৪ বিরোধী জোটের প্যানেল এবং ছাত্রদল। তারা ঢাবি প্রশাসনের বিরুদ্ধে অনিয়মে সহযোগিতার অভিযোগ করেছেন।

মধুর ক্যান্টিনে এক যৌথ সংবাদ সম্মেলনে নির্বাচন বিষয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন নেতারা। এসময় উপস্থিত ছিলেন বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা আন্দোলনকারীদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদের প্রার্থী ও নেতারা। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের অনেকেও উপস্থিত ছিলেন।

আলাদা সংবাদ সম্মেলন করে ভোট প্রত্যাখ্যান ও নতুন তফসিল দাবি করেছে ছাত্রদলও।

মন্তব্য করুন