বুড়িগঙ্গায় নৌকা ডুবিতে নিখোঁজ আরও ৫ জনের লাশ উদ্ধার

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৯

পাবলিক ভয়েস: বৃহস্পতিবার বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের ৫ সদস্যের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পযন্ত আর ১ জনের লাশের সন্ধানে নদীতে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস, কোস্টগাড ও নৌবাহিনীর ডুবুরি দল। এদিকে উপযুক্ত ক্ষতিপূরণ সহ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন নিহতদের সদস্যরা।

গত বৃহস্পতিবার সদরঘাটে নৌকা ডুবির ঘটনায় নিখোজ একই পরিবারের ৬ সদস্যে মধ্যে গতকাল শুক্রবার ১ জন এবং আজ শনিবার সকাল থেকে দুপুর পযন্ত আর ৪ জনের লাশের সন্ধান পায় ফায়ার সার্ভিস।

এসময় একের পর এক লাশ দেখতে পেয়ে আহাজারি বাড়তে থাকে স্বজনদের। তাদেরদাবী শুধু ক্ষতিপূরণ নয় ঘটনার সুষ্ঠু তদন্ত ও উপযুক্ত বিচারের।

উদ্ধার করা লাশের অধিকাংশের দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়, বলে জানায় ফায়ার সাভিস।

এদিকে জনবল সংকট ও ক্ষমতা ব্যবহারে সীমাবদ্ধতা থাকায় বুড়িগঙ্গায় প্রতিনিয়ত ঘটে যাওয়া দুঘটনাগুলো নিয়ন্ত্রনে ব্যথ হচ্ছেন বলে জানায় নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার।

ঐই দুঘটনার কারন সন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন বিআইডাব্লিউটিএ। কিন্তু অনুসন্ধান বলছে, এম ভি টিপু ৭ ও সুরভি ৭ ঘাট থেক ছেড়ে যাওয়ার প্রতিযোগিতার বলী হলেন ৩ শিশুসহ ৬ জন। আর দুই পা হারিয়ে পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন আর একজন।

মন্তব্য করুন