কৃষিবিদ ইনস্টিটিউশনের সেমিনারে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাবলিক ভয়েস: আ.লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৪টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্স মিলনায়তনে এক সেমিনারে যোগ দিয়েছেন।

আজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ-এর ভাষণের ওপর এই সেমিনারের আয়োজন করা হয়। সেই সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়।

সেমিনারের প্রথমে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোযোগ দিয়ে সেই ভাষণ প্রত্যক্ষ করেন।

মন্তব্য করুন