শুক্রবারের মধ্যে এলাকা ত্যাগে ইসির নির্দেশ ৬ এমপিকে

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৯

পাবলিক ভয়েস: নির্বাচন কমিশন ৬ জন সংসদ সদস্যকে আগামীকাল শুক্রবারের মধ্যে নিজ নিজ নির্বাচনী এলাকা ত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছে। আজ বৃহস্পতিবার ওই ৬ এমপিকে নির্দেশনা দিয়ে ইসির উপসচিব চিঠি দেন।

যে ছয় এমপিকে চিঠি দেয়া হয়েছে তারা হলেন, সুনামগঞ্জ-২ আসনের জয়া সেন গুপ্তা, কুড়িগ্রাম-৩ আসনের এম এ মতিন, হবিগঞ্জ-৩ আসনের মো. আবু জাহির, কুড়িগ্রাম-১ আসনের আছলাম হোসেন সওদাগর, সুনামগঞ্জ-১ আসনের মোয়াজ্জেম হোসেন রতন ও লালমনিরহাট-১ আসনের মোতাহার হোসেন।

উপজেলা নির্বাচনী বিধি অনুযায়ী এমপিরা নির্বাচনী এলাকায় থাকতে পারবেন না।

মন্তব্য করুন