
পাবলিক ভয়েস: আ.লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। আর মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ে উঠবে বলে প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষ্যে আ.লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ, বাঙালি জাতির মুক্তি সংগ্রামের প্রতীক। এটি শুধু ঐতিহাসিক নিদর্শন নয়, গোটা জাতির প্রেরণা। ইউনেসকোর স্বীকৃতির মধ্য দিয়ে এ ভাষণ দেশের সীমা ছাড়িয়ে ঠাঁই নিয়েছে বিশ্ব ইতিহাসে।
ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের দিনে, আ.লীগের এই আলোচনা সভা। সভাপতিত্ব করেন দল প্রধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু কন্যা তার বক্তব্যে, দেশের গৌরবগাঁথা আর জাতীয় জীবনে ৭ই মার্চের ভাষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এই ভাষণকে নিষিদ্ধ চেষ্টার সমালোচনা করে, তিনি বলেন, সত্যকে চেপে রাখা যায় না।
আ.লীগ সভাপতি বলেন, বঙ্গবন্ধুর এ ভাষণের মধ্য দিয়ে অসহযোগ আন্দোলন থেকে একটি জাতিকে সশস্ত্র সংগ্রামর দিকে নিয়ে কাঙ্খিত বিজয় অর্জন করেছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভাষণ দিতে যাওয়ার আগে, বঙ্গবন্ধু সাহস যুগিয়েছেন বঙ্গমাতা। বলেছিলেন, মুক্তিকামী বাঙালিকে দিশা দেখাতে, মন থেকে যা আসে তাই যেন তিনি বলেন।

