চকবাজার ট্র্যাজেডি : ডিএনএ টেস্টে ১১ জনের মরদেহ শনাক্ত, হস্তান্তর ৮

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৯

পাবলিক ভয়েস: রাজধানীর চকবাজারে অগ্নি কান্ডে নিহতদের সিআইডির ফরেনসিক বিভাগের রিপোর্ট অনুযায়ী ১১জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। এর মধ্য আজ ৮ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে  হস্তান্তর করা হয়েছে।

প্রতিটি লাশের দাফন কাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম।

চুড়িহাট্রায় অগ্নি কান্ডে নিখোজ ১১জনের মধ্য আজ যে ৮জনের মরদেহ হস্তান্তর করা হচ্ছে তারা হলেন-

১.তানজিল হাসান রোহান(২০), ২.নুরুজ্জামান হাওলাদার(৪২), ৩.আহসানুল্লাহ (৩২), ৪.ফাতেমাতুজ্জোহরা বৃষ্টি (২১), ৫.সালেহ আহমেদ নিপু(৩৫), ৬.নাসরিন জাহান(৩২), ৭. এনামুল হক, ৮.শাহীন আহমেদ

প্রসঙ্গত, ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে আরও চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৭১ জন।

মন্তব্য করুন