কোনো মুসলমানের সন্তান মাদক-ইয়াবা ব্যবসায় জড়িত হতে পারেনা: আল্লামা আহমদ শফী

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৯

পাবলিক ভয়েস: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, হারাম উপার্জন করা যাবে না, হারাম খাওয়া যাবে না। কারণ, ব্যবসা হচ্ছে হালাল এবং রাসুল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম]-এর সুন্নত। আর মাদক ব্যবসা, ইয়াবা ব্যবসা করা যাবেনা, কেননা,  তা হারাম। কোনো মুসলমানের সন্তান কখনও মাদক ও হারাম ব্যবসার সাথে জড়িত হতে পারেনা।

আজ রবিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ড মৌলভীরচরস্থ মারকাযুদ দাওয়াহ ওয়াল-ইরশাদ (খানাকাহ শাইখুল ইসলাম) চকরিয়ার আয়োজনে ইসলামী জোড় ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এছাড়াও আল্লামা শফি আরো বলেন, ইসলাম ও শরীয়ত মোতাবেক হক্বের সাথে মানুষের জীবন পরিচালিত করতে বেশি বেশি আমাদেরকে দ্বীনের প্রচার-প্রসার করতে হবে। তিনি বর্তমান প্রজন্মকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে এবং দ্বীন ইসলাম সর্ম্পকে জানতে মাদরাসায় পড়ানোরও আহবান জানান।

মন্তব্য করুন