

পাবলিক ভয়েস: পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ডের আতঙ্ক কাটেনি এখনও। নতুন করে বিদ্যুতের তারে আগুনের ফুলকি (স্পার্ক) দেখে আবারও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আতঙ্কে পড়ে যান স্থানীয়রা।
গতকাল শনিবার সন্ধ্যায় আগুনের ফুলকি (স্পার্ক) দেখে আতঙ্কে মসজিদ থেকে বের হতে গিয়ে আহত হয়েছেন সাত মুসল্লি।
স্থানীয়রা বলছে, এলাকাটিতে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সংযোগ চালু করার চেষ্টা করে কর্তৃপক্ষ। এ সময় বিভিন্ন জায়গায় আগুনের স্পার্ক দেখে আতঙ্কে এখানকার একটি মসজিদের মুসল্লিরা ছোটাছুটি শুরু করেন। তখন তাদের মধ্য থেকে সাতজন আহত হন।
উল্লেখ্য, গত বুধবার রাত ১০টার পর রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনের কেমিক্যাল গুদামে আগুন লাগে।
রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আগুন আশপাশের আরও ৫টি ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট বুধবার দিবাগত রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ৪১ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে এলাকাবাসীর ধারণা।