চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ হস্তান্তর শুরু

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৯

পাবলিক ভয়েস: চকবাজারে আগুনের ঘটনায় নিহতদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। মরদেহ সৎকার বাবদ প্রত্যেক নিহতের জন্য ২০ হাজার টাকা করে দেয়া হচ্ছে।

এখন পর্যন্ত ৩০ জনের শনাক্ত করা সম্ভব হয়েছে। আজ বৃহস্পতিবারের এই ভয়াবহ দুর্ঘটনায় ৬৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, বেলা সোয়া ২টার দিকে লাশ বুঝিয়ে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যাদের লাশ শনাক্ত করা সম্ভব হচ্ছে, সেগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। আজ ৩০-৩৫ মরদেহ হস্তান্তর করা সম্ভব হবে।

মরদেহগুলো সুষ্ঠুভাবে স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন চকবাজার থানার এসআই প্রদীপ বিশ্বাস। আর ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ পুলিশকে সহায়তা করছেন।

এর আগে অগ্নিকাণ্ডের ১৫ ঘণ্টা পর আগুন নিভিয়ে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

মন্তব্য করুন