
পাবলিক ভয়েস: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরব আমিরাত সফরের মধ্য দিয়ে বাংলাদেশিদের জন্য দেশটিতে শ্রমবাজার আবারো খুলে যাবে বলে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুই দেশের বাণিজ্য সম্পর্ককে এগিয়ে নিতে যৌথ অর্থনৈতিক কমিশন গঠন করা হবেও জানান তিনি। এদিকে, আগামীকাল আবুধাবির সেন্ট রেজিস হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানাবেন প্রবাসী বাংলাদেশীরা।
মধ্যপ্রাচ্যের শক্তিশালী অর্থনীতির দেশগুলোর মধ্যে আরব আমিরাত অন্যতম। দেশটিতে প্রায় ৮লাখ বাঙালির বসবাস। তবে গত ছয় বছরের ধরে, দেশটির শ্রম বাজারে বাংলাদেশিদের প্রবেশ বন্ধ রয়েছে। দেয়া হচ্ছে না কোনো ভিসা।
আমিরাত সরকারের আমন্ত্রণে তিন দিনের সফরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরের মধ্য দিয়ে, আবারো শ্রম বাজার খুলে যাবে বলে আশা পররাষ্ট্র মন্ত্রীর।
এরিমধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও অর্থনৈতিক অঞ্চল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। আর তাই বড় ধরনের বিনিয়োগের আশা করছে সরকার।
প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে প্রস্তুত প্রবাসী বাঙালিরা। তারাও আশা করেন, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে দূর হবে সব জটিলতা।
কিছুদিন পর আরব আমিরাতের একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসারও কথা রয়েছে।

