

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে সফরকালে বাংলাদেশ ও আরব আমিরাতের সাথে চারটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। বিদ্যুৎ খাতে বিনিয়োগ, মাতারবাড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা, বন্দর ও বাণিজ্য সম্প্রসারণ সংক্রান্ত চারটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত।
রোববার দুপুরে আবু ধাবীর সেন্ট রেজিস হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্হিতিতে সমঝোতা স্মারকে সই করে দুই দেশ।
এর আগে ওই হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন আমিরাতের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। যার নেতৃত্ব দেন দেশটির অর্থনৈতিক সম্পর্ক বিষয়কমন্ত্রী সুলতান আল মনসুরী। এসময় তারা বাংলাদেশে বিদ্যুৎ, বন্দর ও শিল্পখাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে। দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরো এগিয়ে নিতে এসময় একটি যৌথ বাণিজ্য কমিশন গঠনেরও প্রস্তাব আসে বৈঠকে।