

আল মাহমুদের জানাজা নামাজ শনিবার (১৬ ফেব্রুয়ারি) জোহরের নামাজের পর জাতীয় ঈদগাহে পড়া হবে।
বীর মুক্তিযোদ্ধা আল মাহমুদকে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে সকাল ১১ টায়। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর আল মাহমুদের জানাজা নামাজের জন্য তার লাশ জাতীয় ঈদগাহে আনা হবে এবং বাদ যোহর জাতীয় ঈদগাহে তার জানাজা নামাজ আদায় করা হবে।
এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর তাকে দাফন করা হবে। দাফন কোথায় হবে তা এখনও জানা যায়নি। তবে পরিবারের সদস্যরা জানিয়েন তারা আল মাহমুদকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দাফন করতে চান।
প্রসঙ্গত : সোনালী কাবিনসহ অসংখ্য জনপ্রিয় কবিতা ও উপন্যাসের বিখ্যাত কবি ও লেখক আল মাহমুদ রাজধানী ঢাকার ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১.০০ টার এর দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সারা দেশে আল মাহমুদের রয়েছে অসংখ্য ভক্ত অনুরক্ত।