
পাবলিক ভয়েস: বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) প্রধান এয়ার চিফ মার্শাল বীরেন্দর সিং ধানোয়া।
আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে নৌবাহিনী সদর দফতরে দু’দেশের দুই বাহিনী প্রধান মিলিত হন।
এর আগে ভারতীয় বিমানবাহিনী প্রধান নৌসদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন তাকে স্বাগত জানান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য নিশ্চিত করেন।
সাক্ষাতকালে নৌবাহিনী প্রধান বীরেন্দর সিংয়ের সঙ্গে কুশল বিনিময় করেন। বাংলাদেশ সফরের জন্য তাকে অন্তরিক ধন্যবাদও জানান আওরঙ্গজেব চৌধুরী।
বন্ধুপ্রতিম দু’দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করে এটাকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান।
এসময় বাংলাদেশে নিযুক্ত ভারতের ডিফেন্স অ্যাটাশে, ভারতে নিযুক্ত বাংলাদেশের ডিফেন্স অ্যাটাশে, নৌসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইএএফ প্রধান বীরেন্দর সিং গত রোববার (১০ ফেব্রুয়ারি) পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন।

