উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে একযোগে কাজ করার আহ্বান : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাবলিক ভয়েস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আর্থ সামাজিক উন্নয়ন ও জননিরাপত্তা সরকারের প্রধান লক্ষ্য। আর তাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সকালে গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে ৩৯তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জন নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে নিবেদিত প্রাণ আধা সামরিক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৯তম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে তখন অপেক্ষমাণ বেশকটি কন্টিনজেন্ট। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তার প্রতীক এই বাহিনীর প্যারেড ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

শুরু হয় ৩৯তম জাতীয় সামেবেশের কুচকাওয়াজ। দৃপ্ত পায়ে শৃঙ্খলার মন্ত্র নিয়ে মঞ্চের দিকে এগিয়ে আসে  কন্টিনজেন্ট। অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেবা ও সাহসিকতার স্বীকৃতি দেয়া হয় বাহিনীর সদস্যদের। সবাইকে ব্যাজ পরিয়ে দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর নিজের দিক নির্দেশনামূলক বক্তব্যে, বাহিনীর উন্নয়নে তার সরকারের ভূমিকার কথা তুলে ধরেন।

উন্নয়নের যে ধারা সূচিত হয়েছে, তা অব্যাহত রাখতে হবে বলেও জানান সরকার প্রধান। মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধেও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্য করুন