হুসেইন মুহম্মদ এরশাদ                                        
                                        
                                    
পাবলিক ভয়েস: আজ সংসদ অধিবেশনে যোগ দিবেন বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বিষয়টি নিশ্চিত করেছেন তার এপিএস মনজুরুল ইসলাম।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২টি আসনে জয় পায় এইচ এম এরশাদের জাতীয় পার্টি।
৩ জানুয়ারি দলের নির্বাচিত অন্যান্য সংসদ সদস্যরা শপথ নিলেও অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তবে ৬ জানুয়ারি তিনি শপথ নেন।
এরপর গত ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হলেও একই কারণে (অসুস্থতা) এতদিন অধিবেশনে যোগ দিতে পারেননি দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তবে আজ অধিবেশনে যোগ দিবেন তিনি।
		
