স্পিকার শিরীন শারমিন।

পাবলিক ভয়েস: সিলেটে হযরত শাহ জালাল (র.) ও শাহ পরান (র.)-এর মাজার জিয়ারত করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আজ শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটে ওই দুই মাজার জিয়ারত করেন তিনি। এর আগে স্পিকার সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছালে জেলা আ.লীগের স্থানীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
একাদশ জাতীয় সংসদে তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম সিলেট সফর। স্পিকার আজ রাতেই ঢাকায় ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

