রোহিঙ্গারা এখন পর্যন্ত ফিরে যাওয়ার অবস্থায় নেই : অ্যাঞ্জেলিনা জোলি

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৯

এখন পর্যন্ত রোহিঙ্গারা ফিরে যাওয়ার অবস্থায় নেই এমনটিই মনে করছেন বাংলাদেশ সফররত হলিউড সুপারস্টার ও ইউএনএইচসিআর এর বিশেষ দূত এ্যাঞ্জেলিনা জোলি।

মঙ্গলবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই অভিমত দেন। এসময় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ পুনর্বাসনের দায়বদ্ধতা থেকে সত্যিকারভাবে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

তিনদিনের সফরে বাংলাদেশে এসে দ্বিতীয় দিনও কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে কাটান ইউএনএইচসিআর এর বিশেষ দূত হলিউড সুপারস্টার এঞ্জেলিনা জোলি।

সকাল সাড়ে ৯ টায় ট্রানজিট ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু করেন তিনি। সেখান থেকে যান এক্সটেনশন ক্যাম্প-ফোর-এ। সেখানে শিশুদের জন্য ইউএনএইচসিআর ও ব্রাক এর তৈরি কয়েকটি লার্নিং সেন্টারে ঘন্টাখানেক সময় কাটান।

পরে ক্যাম্প-ডি-ফাইভে গনমাধ্যমের মুখোমুখি হন এই হলিউড সুপারস্টার। বিপন্ন রোহিঙ্গা জনগোষ্ঠীকে ঠাই দেওয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন।

রোহিঙ্গারা শুধু বাস্তুচুত না, রাষ্ট্রচুতও হয়েছে। তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে সত্যিকারের দায়বদ্ধতা থেকে ভূমিকা পালনের আহ্বান জানান এঞ্জেলিনা জোলি।

রোহিঙ্গাদের শিক্ষাসহ বিভিন্ন মৌলিক অধিকার ও চাহিদা পূরনে অর্থ সহযোগিতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান এই বলিউড সুপারস্টার ।

সফরের শেষ দিনে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে দেখা করার কথা রয়েছে তার।

মন্তব্য করুন