
ডেস্ক রিপোর্ট: তাবলীগের মধ্যে চলমান সংকট নিরসনে বিশ্ব ইজতেমা বিষয়ে এক অভিনব সিদ্ধান্তে পৌঁছেছেন বিবদমান দুই পক্ষ।
প্রথমবারের মতো তাবলীগের বিশ্ব ইজতেমা তিন দিনের পরিবর্তে চার দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই দিন দুই দিন করে উভয় পক্ষ বিশ্ব ইজতেমা পরিচালনা করবেন।
বিশ্ব ইজতেমা বিষয়ে উভয় পক্ষের মধ্যে সংকট নিরসনে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।
আজ ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ জায়েদ এর নেতৃত্বে তাবলীগ বিষয়ক বৈঠকে উভয় পক্ষের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে উপস্থিত একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য ধর্ম প্রতি মন্ত্রী শেখ আব্দুল্লাহ জায়েদ ব্রিফ করে জানাবেন

