মুফতি হারুন ইজহার ও হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী গ্রেফতার

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১

হেফাজত নেতা মুফতি হারুন ইজহারকে ও হাফেজ মো: মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমীকে গ্রেফতার করা হয়েছে। 

নগরের লালখান বাজার মাদরাসা থেকে হেফাজত নেতা মুফতি হারুন ইজহারকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হারুন ইজাহার সদ্য বিলুপ্ত হেফাজত ইসলামের শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ছিলেন। বুধবার (২৮ এপ্রিল) রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, রাত ১২টার দিকে মুফতি হারুন ইজহারকে ওই মাদরাসা থেকে র‌্যাবের একটি টিম গ্রেফতার করে। হারুন ইজহারের বিরুদ্ধে নাশকতার ঘটনার অভিযোগ রয়েছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আরও এক নেতা হাফেজ মো: মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমীকে (৪৩) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকেলে তাকে গ্রেফতার করে ডিবি ওয়ারির ডেমরা জোনের একটি দল।

বিষয়টি নিশ্চিত করে ডিবি ওয়ারির উপ-কমিশনার (ডিসি) আব্দুল আহাদ জানান, তার বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সহিংসতায় নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে।

বুধবার  বিকেল সাড়ে ৫টার দিকে ভাটারা থানাধীন ওয়াসা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস

মন্তব্য করুন