

আগামী রোববার (২৫ এপ্রিল) থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শপিংমল-দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, ‘দোকানপাট খুলে দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি।
প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে আমাদের সঙ্কটের কথা জানিয়েছি। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। এজন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
ঘোষণা অনুযায়ী, করোনা সংক্রমণ রোধে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত দেশে কঠোর লকডাউন চলবে।
প্রথমদিকে ব্যবসায়ী নেতারা ২২ এপ্রিল থেকে দোকানপাট খুলে দেওয়ার দাবি জানালেও সরকার সেই দাবির প্রতি সাড়া দেয়নি। এরপর ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দোকানপাট খুলে দেওয়ার দাবি জানান।