

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে।
রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে এখবর ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তাকে তুলে নিয়ে যাওয়ার সময়ের কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে জানান, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে দুপুর ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর মামুনুল হককে ডিসি তেজগাঁও কার্যালয়ে নেওয়া হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে আন্দোলন ও রিসোর্টকাণ্ডে রাজধানীর পল্টন থানা ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দুটি মামলা হয়েছে মামুনুল হকের বিরুদ্ধে। এছাড়া, ২০১৩ সালের শাপলা চত্বরে আন্দোরনের ঘটনাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস