উগ্রপন্থীরা কখনো প্রিয় নবিজীর অনুসারী হতে পারে না: সাইফুদ্দীন

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১

ইসলামি দলের অনুসারীরা সনাতন ধর্মের লোকদের ওপর হামলা করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী।

তিনি বলেন, ‘সম্প্রতি তথাকথিত একটি ইসলামি দলের অনুসারীরা সনাতন ধর্মের লোকজনের ওপর যে নৃশংস হামলা চালিয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ও ইসলামের দৃষ্টিতে গর্হিত অপরাধ। উগ্রপন্থীরা কখনো প্রিয় নবিজীর অনুসারী হতে পারে না।’

শনিবার (২০ মার্চ) মুন্সীগঞ্জে কেওয়ার নুরাইতলী আনজুমান এ রহমানীয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া আয়োজিত সুন্নী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমাদের প্রিয় নবিজী ছিলেন উদার ও মানুষের প্রতি দয়াশীল। এমনকী তায়েফের মাটিতে যারা তার ওপর অত্যাচার করেছিল, পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছিল, তাদের ধ্বংস করার জন্যে বদদোয়া না করে তাদের হেদায়েতের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছিলেন।

দোয়ার বরকতে তায়েফের জমিন উর্বর হয়েছে, মহান আল্লাহ্ তাদের হেদায়েত দান করে অফুরন্ত নেয়ামত দান করেছিলেন। বিনা রক্তপাতে মক্কা বিজয়ের মাধ্যমে তিনি ক্ষমাশীলতার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সমগ্র বিশ্বের কাছে ইসলামের শান্তি ও মানবতার দর্শনকে তুলে ধরেছে। মদীনা সনদের আলোকে তিনি অমুসলিমদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করেছেন।’

সম্মেলনে আলোচনায় অংশগ্রহণ করেন- মওলানা রুহুল আমিন ভুইয়া চাঁদপুরী, মুফতী খাজা বাকী বিল্লাহ আল-আযহারী, হাফেজ মাওলানা মুফতী মাকসুদুর রহমান, হাফেজ মওলানা মনসুর আলি মাইজভাণ্ডারী, স্থানীয় খলিফারা, আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতারা।

মন্তব্য করুন