
চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
আগামী ১২ফেব্রুয়ারি২৬ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতিতে বাড়ছে উত্তাপ।সারা দেশে চলছে রাজনৈতিক দলগুলোর প্রচার প্রচারণা।বিএনপি, ৮দল মিলে রাজনীতিতে দুটি বলয় তৈরি হয়েছে।ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতসহ ৮দলের আসন সমঝোতা চলমান।দলগুলো পৃথকভাবে সারা দেশে তিনশ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।এমন বাস্তবতায় হঠাৎ চট্টগ্রাম-১৬ আসনে হাতপাখার প্রার্থী রদবদল হয়েছে।পূর্বে হাতপাখার প্রার্থী হিসেবে আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী কে ঘোষণা দিলেও গেল বুধবার হুট করে প্রার্থী পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কারণ হিসেবে জানা যায় তিনি বয়োবৃদ্ধ হবার কারণে রাজনৈতিক ময়দানে খুব বেশি সময় দিতে পারছেন না।সেই হিসেবে প্রার্থী পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার কে প্রার্থী করা হয়েছে।
আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার কে প্রার্থী ঘোষণার পর থেকে বাঁশখালীতে দলটির বেশ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।আগামীকাল নতুন প্রার্থী মনোনয়ন ফরম নিবেন বলেও জানা গেছে।এদিকে ৮দলের আসন সমঝোতার ক্ষেত্রে তিন দলই বাঁশখালীতে নিজেদের প্রার্থী টিকিয়ে রাখতে চাইছেন।জামায়াতের জহিরুল ইসলাম, আর নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুছা বিন ইজাহারও এই আসন দাবি করে আসছে।তবে শেষ পর্যন্ত ৮দলের সমঝোতায় হাতপাখা,নাকি দাঁড়িপাল্লা সেটাই চূড়ান্ত হবে দুই একদিনের মধ্যে। এমনটাই জানিয়েছেন ৮ দলের কেন্দ্রীয় নেতারা।কোন কারণে আসন সমঝোতা না হলে ২০১৮ সালের ন্যায় ৩০০ আসনেই নির্বাচন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।উল্লেখ্য ২০১৮ সালের নির্বাচনে বাঁশখালীতে হাতপাখার প্রার্থী ছিলেন আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী।বিতর্কিত সেই নির্বাচন হাতপাখা ১২ হাজার ভোট পায়।
আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার বলেন,দলের পক্ষ থেকে আমাকে প্রার্থী করা হয়েছে।ইনশাআল্লাহ, আমি নির্বাচিত হলে বাঁশখালীকে বৈষম্যমুক্ত করতে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে কাজ করবো।হিংসা,বিদ্বেষ আর হানাহানি ভুলে সম্প্রতির সমাজ বিনির্মানই হবে আমার প্রথম কাজ।অবহেলিত বাঁশখালীবাসীর এমপি নয়, খাদেম হিসেবে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।এদিকে বিএনপির দলীয় প্রার্থী হয়েছে সাবেক প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরী এর ছেলে মিশকাতুল ইসলাম পাপ্পা।অপরদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী হচ্ছেন জনাব লিয়াকত আলী।ইসলামী আন্দোলন বাংলাদেশ,জামায়াতসহ ৮দলের পক্ষ থেকে একক প্রার্থী হলে এই আসনটি ৮দলের প্রার্থী বিজয়ী হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়না।

