খুবির ইউআরপি ডিসিপ্লিনের আয়োজনে ৮ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু আগামীকাল

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১

খুবি প্রতিনিধিঃ ‘কোয়ালিটেটিভ রিসার্স মেথডস্ এন্ড কোয়ালিটেটিভ ডাটা এনালাইসিস উইথ এনভিভো’ (Qualitative Research Methods and Qualitative Data Analysis with Nvivo) ৮ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল ১২ মার্চ শুক্রবার। বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের যৌথ আয়োজনে  এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে ।

বিকাল ৩টায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব (পরিকল্পনা বিভাগ) মোহাম্মদ জয়নুল বারী। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রতিষ্ঠাতা প্রধান প্রফেসর ড. মোঃ রেজাউল করিম ও সামাজিক বিজ্ঞান গবেষণা কাউন্সিলের উপ-সচিব কামরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। উক্ত প্রশিক্ষণ কর্মসূচি ৮ সপ্তাহের প্রতি শুক্রবার ও শনিবার মোট ১৬ দিন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন