

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, এখন যে কেউ আওয়ামী লীগ। গাছের ঝরে যাওয়া পাতাও আওয়ামীলীগ, পাতা পড়ে এটাও আওয়ামীলীগ। আমি তো অনেক আগেই চাষাড়ায় আওয়ামী লীগের পার্টি অফিসে বোমা হামলায় মারা গিয়েছিলাম। কিন্তু বেঁচে আছি আল্লাহর অশেষ কৃপায় এবং মানুষের ভালবাসায়। তাই এই বোনাস জীবনে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
সোমবার (১ মার্চ) দুপুরে পুলিশ লাইনস অবস্থিত পুলিশ মেমোরিয়াল ডে’ ২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এসব কথা বলেন।
অনুষ্ঠানে শামীম ওসমান বলেন, জীবন যুদ্ধে আপনি আওয়ামীলীগ করেন আর যাই করেন আপনার মনে রাখতে হবে যেকোন সময় আপনার মৃত্যুর ঘণ্টা বাজতে পারে। সেদিন আপনি কি হিসাব দিবেন যদি আপনার কর্মই ভাল না হয়। কারণ মৃত্যুর পর তো আপনাকে হিসাব দিতে হবে। এই পরীক্ষায় কে পাশ করবেন সে কাজের বিচার করবেন উপর আল্লাহ।
শামীম ওসমান আরও বলেন, একটা মহল আমাদের দেশকে তালেবান রাষ্ট্র বানাতে চায়। আমাদের ইউনিটি ধ্বংস করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গতি বাধাগ্রস্ত করতে চায়। তাই আমাদের সকল বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে চলতে হবে। ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। পুলিশ বাহিনীকে দেশের স্বার্থে জনগণের অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করতে হবে।
পুলিশ সুপার মোঃ জায়েদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী , নারায়ণগঞ্জ -২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পিবিআই এর পুলিশ সুপার মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ ইমতিয়াজ প্রমুখ।