দ্বিতীয়বারের মতো মাসা ইউনিভার্সিটির ভিপি হলেন বাংলাদেশি শিক্ষার্থী বশির

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১

মালয়েশিয়ার অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় মাসা ইউনিভার্সিটির ‘স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল’ (এসআরসি) নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের শিক্ষার্থী বশির ইবনে জাফর।

আজ সোমবার বিকালে নিজের ফেসবুজ আইডিতে বশির নিজেই এখবর জানিয়েছেন। তিনি লিখেছেন,  আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো মালয়েশিয়ার মাসা ইউনিভার্সিটির ভিপি নির্বাচিত হলাম।

বশির ইবনে জাফর জানিয়েছেন, মোট ভোট ১৭৯২-এর মধ্যে ৮১৩ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪০৭ ভোট।

তিনি আরও জানিয়েছেন, তার প্যানেলের ৬ জনের মধ্য থেকে ৫ জনই বিজয়ী। যাদের মধ্যে, প্রেসিডেন্ট পদে উফাফ, ওয়েলফার ব্যুরো তে ফয়সাল সাদিক, স্পোর্টস ব্যুরোতে সোহান, সোশাল ব্যুরো পদে আফিকা।

এর আগে ২০২০ সেশনের নির্বাচনেও ভিপি পদে বিজয়ী হন বশির।

বিশ্ববিদ্যালয়টির প্রকৌশল বিভাগে অধ্যয়নরত বশির ইবনে জাফর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কৃতি সন্তান। মাদরাসায় পড়াশোনার পাশাপাশি স্কুল এবং কলেজ পাস করা এ শিক্ষার্থী কুরআনের হাফেজ।

এ কৃতি শিক্ষার্থী রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাসের পর স্কলারশিপে মালয়েশিয়ায় পড়াশোনার করতে যান।

মন্তব্য করুন