বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১

রাবি প্রতিনিধি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাক্ষ্য সাহা নামে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী মারা গেছেন।

রোববার ( ২১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন অক্ট্রয় মোড় এলাকায় লোটাস ছাত্রাবাসে নিজ রুমে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই ছাত্রাবাসের অন্যান্য ছাত্ররা। সেখান থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাক্ষ্য সাহা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। সাক্ষ্য সাহার পিতার নাম সপদ সাহা। তার বাড়ি ফরিদপুরের সদর উপজেলা।

ওই ছাত্রাবাসের ছাত্ররা জানান, ‘সকাল থেকে তার কোনো সাড়া শব্দ পাইনি। দুপুরে তাকে ডাকাডাকির পর একপর্যায়ে দরজা ভেঙে রুমে ঢোকেন তারা। রুমে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। সেখান থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক রবিউল অ্যাউয়াল জানান, বেলা ১২টার দিকে সাক্ষ্য সাহার সহপাঠীদের মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পেরেছেন।

মন্তব্য করুন