শহীদ মিনারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১

বেরোবি প্রতিনিধিঃ
মহান ভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)।

আজ রবিবার (২১শে ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সহ-সভাপতি ও সময় টিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাব্বি হাসান সবুজ , সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি সৌম্য সরকার, কোষাধ্যক্ষ ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ইসমাঈল রিফাত, প্রচার সম্পাদক ও বার্তা-২৪ প্রতিনিধি আদিব হোসাইন, ঢাকা পোস্ট প্রতিনিধি শিপন তালুকদার, দৈনিক সমকাল প্রতিনিধি রুদ্র মাহমুদ জয়, দৈনিক অধিকার প্রতিনিধি আবু সাঈদ জনি। এছাড়াও দৈনিক খোলা কাগজ প্রতিনিধি নাহিদুজ্জামান নাহিদ, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি কেএম হিমেল আহমেদ, ক্যাম্পাস টুডে প্রতিনিধি রবিউল হাসান সাকীব উপস্থিত ছিলেন।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রসাশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠার প্রায় ১৩ বছর হলেও এখন পর্যন্ত স্থায়ী শহীদ মিনার নির্মান করতে পারেননি বিশ্ববিদ্যালয় প্রশাসন।###

মন্তব্য করুন