২১ ফেব্রুয়ারির শহীদদের প্রতি রাবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১

মিনহাজ আবেদিন, রাবি প্রতিনিধি: শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রিপোর্টার্স ইউনিটি। রোববার (২১ ফেব্রুযারি) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে এই শ্রদ্ধা নিবেদন করেন রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার চত্বরে এক মিনিট নিরবতা পালন করে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হোন তারা। এবং ২১ ফেব্রুয়ারি নিয়ে বক্তব্য দেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরাফাত রহমান।

আরাফাত রহমান বলেন, বাঙালিরা ছাড়া পৃথিবীর আর কোথায়ও মাতৃভাষার জন্য কেউ রক্ত দিয়েছে এমন কোনো নজির নেই। এরকম ঘটনা ইতিহাসে বিরল। বাঙালি সূর্য্যসন্তানরাই তাদের নিজ বাংলাভাষার জন্য প্রাণ দিয়েছে। আমাদের উচিত তাদের প্রতি সম্মান জানানো এবং তাঁদের এই আত্নত্যাগ স্মরণ রাখা। আমরা যারা ইতিহাসের সঙ্গে জড়িত আছি আমাদের শুদ্ধ বাংলাভাষায় কথা বলা এবং এই ভাষার চর্চা রাখা উচিত। আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই হোক আমাদের চাওয়া।

রিপোর্টার্স ইউনিটির যুগ্ন- সাধারণ সম্পাদক অন্তর রায় প্রণবের সঞ্চালনায় কর্মসূচিতে রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সহ-সভাপতি খুর্শিদ রাজিব ছাড়াও দপ্তর সম্পাদ রাশেদ শুভ্র, কৌষাধ্যক্ষ্য ওয়াসিফ রিয়াদ, সমাজ কল্যাণ সম্পাদক মুজাহিদ হোসেনসহ সংঠনটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন