

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বাসিন্দাদের মধ্যে যারা নেতৃত্বে ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রদের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে আবারো হলগুলোর গেটে তালা দেয়ার চেষ্টা করছে জাবি প্রশাসন।
শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গতকালের হামলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে যারা নেতৃত্বে ছিলেন তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে হল খোলার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, আমরা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সাথে কথা বলবো। যেসব শিক্ষার্থী ইতিমধ্যে হলে উঠেছেন তাদের কাছে স্ব স্ব হলের হাউজ টিউটররা সিন্ডিকেটের সিদ্ধান্ত মেনে হল ত্যাগ করার অনুরোধ করবে।’
এদিকে সন্ধ্যার দিকে আবারো হলে তালা দেয়ার চেষ্টা করছে জাবি প্রশাসন। আলবেরুনি হলে আবারো তালা দেয়া হয়েছে। তবে ছাত্রছাত্রীরা এখনো সব হলে অবস্থান করছে।
হলে থাকার বিষয়ে প্রভোস্ট কমিটির সভাপতি মোতাহার হোসেন বলেন, ‘হল খোলার বিষয়টি আসলে আমাদের হাতে নেই। সরকারিভাবে সিদ্ধান্ত এলে তবেই হল খোলা সম্ভব।’
এ বিষয়ে জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘এখন হল খোলার কোনো প্রস্তুতি নেই। সরকারের নির্দেশে হল বন্ধ হয়েছে সরকার যখন বলবে তখনই হল খুলে দেয়া হবে।’