

হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরীকে দেখতে গেলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ও চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী। গতকাল বুধবার বিকালে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে বাবুনগরীকে দেখতে যান তারা।
ধর্ম প্রতিমন্ত্রী জুনায়েদ বাবুনগরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. আবদুল হামিদ জমাদ্দারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শনিবার রাতে চট্টগ্রাম নগরীর বেসরকারি সিএসসিআর হাসপাতালে বাবুনগরীকে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে রিলিজ পান তিনি। এদিকে প্রতিমন্ত্রী যাওয়ার পর সন্ধ্যায় বাবুনগরীকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকী।