
পাবলিক ভয়েস : টানা তৃতীয়বার ও সর্বমোট চতুর্থবারের মতো মতো প্রধানমন্ত্রী হওয়ার পর আজ শুক্রবার (২৫ জানুয়ারি) জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর এ ভাষণ প্রচার করা হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব নজরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
একাদশ জাতীয় সংসদ গঠনের পর এটাই হবে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণ। জানা গেছে, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর ভাষণ রেকর্ড করা হয়েছে। ভাষণে তিনি দেশ ও জাতির উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। ভাষণে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ এবং এই মেয়াদে সরকারের কার্যক্রম কি হবে সে বিষয়ে আলোচনা থাকতে পারে বলে জানা গেছে।
প্রসঙ্গত: ৩০ শে জানুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জনের পর জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করে আওয়ামী লীগ সরকার গঠন করে। একাদশ জাতীয় নির্বাচনের নির্বাচনী ইশতেহারে দেশকে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছানোর অঙ্গীকার রয়েছে আওয়ামী লীগের।