ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কম্বল বিতরণের উদ্যোগ জাফরুল্লাহর

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০

সারাদেশে জেঁকে বসেছে শীত। এ সময় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বিশেষকরে মসজিদের মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের জন্য কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছেন তিনি। আজ সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের সময় তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রতি বছরই এটা করার চেষ্টা করি। তবে এবার বিশেষভাবে যোগ হয়েছে মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের মধ্যে কম্বল বিতরণের কাজ। ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে। রূপনগর ও আশুলিয়া বেড়িবাঁধ অঞ্চলের ইমাম-মোয়াজ্জিনদের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা আরো বলেন, ইমাম-মোয়াজ্জিনরা মসজিদ এবং মসজিদের বাইরেও ওয়াজ-মাহফিলের মাধ্যমে সবার কথা বলেন। অথচ নিজেরাই অনেক সময় শীতে কষ্ট পান। লজ্জায় হয়তো কারো কাছে চাইতেও পারেন না। তাই আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

এ সময় দেশের বড় বড় ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা তো অনেক কিছুই করতে চাই, কিন্তু সীমিত সাধ্যের কারণে সম্ভব হয় না। তাই ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানাই। তারা এগিয়ে এলে ভারতেও অন্তত ২ হাজার কম্বল পাঠানোর পরিকল্পনা করেছি আমরা। ইতোমধ্যে শীতের প্রকোপে ভারতে বেশ কয়েকজন কৃষকের মৃত্যু হয়েছে।

আই.এ/

মন্তব্য করুন