পরীক্ষার্থীদের জন্য বাস সেবা চালু করলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০

জাভেদ রায়হান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চলতি বছরের ২০ ডিসেম্বর থেকে স্নাতক শেষ বর্ষের ও স্নাতকোত্তর পরীক্ষার্থীদের জন্য তিনটি নীল বাস চলবে। বাসগুলো চলবে শুধু নির্ধারিত পরীক্ষার দিন গুলোতেই। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের কর্মকর্তা জাহিদুল আলম।

সকাল ৯ টায় একটি বাস কান্দিরপাড় থেকে পুলিশ লাইন হয়ে ক্যাম্পাসে আসবে এবং বাকি দুইটি বাস কান্দিরপাড় থেকে টমছম ব্রীজ হয়ে ক্যাম্পাসে আসবে।

বাস ৩টি একই রাস্তায় ক্যাম্পাস থেকে কান্দিরপাড় ফেরত যাবে দুপুর ২টায়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের কর্মকর্তা জাহিদুল আলম বলেন, পরীক্ষার্থীদের যাতায়াতের কোনো অসুবিধা না হোক সেভাবেই আমরা কাজ করছি। আপাতত ৩ টি বাস চালু করা হচ্ছে। পরবর্তীতে পরীক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা ও রাস্তা পরিবর্তন হতেও পারে।

এছাড়াও পরীক্ষার্থী ছাড়া অন্য শিক্ষার্থীদের অপ্রয়োজনে যাতায়াত না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

এন.এইচ/

মন্তব্য করুন