শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে ইবিতে মারামারি

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০

বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে হট্টগোলের পর এবার বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে।

বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলা ভাস্কর্যে কর্মকর্তাদের দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুজন আহত ও কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে।

জাবিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশানের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক বেলুন উড্ডয়ন কর্মসূচীর পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

একপর্যায়ে কর্মকর্তাদের একাংশের সংগঠন অফিসার্স অ্যসোসিয়েশন ও বঙ্গবন্ধু পরিষদ অফিসার ইউনিট একসঙ্গে ফুল দিতে আসে। এ সময় একাধিক কর্মকর্তা জুতা পায়ে বেদিতে ওঠায় প্রতিবাদ করেন ছাত্রলীগের কর্মীরা। তাদের সাথে কর্মকর্তা সমিতির সদস্যরাও প্রতিবাদ জানাতে গেলে কর্মকর্তাদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যয়ে তা মারামারিতে রূপ নেয়।

এ সময় কর্মকর্তারা পুষ্পস্তবক থেকে বাঁশের লাঠি নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন। ফলে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের ফুল মাটিতে ছড়িয়ে পড়ে ও পদদলিত হয়। কর্মকর্তাদের থামাতে গেলে কয়েকজন শিক্ষকও লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে।

মারামারি চলাকালে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যদের নিরব ভূমিকায় থাকতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান মাইকে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান।

কর্মকর্তাদের এক পক্ষ অপর পক্ষকে লাঠিসোঠা নিয়ে ধাওয়া দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে ক্যাম্পাসে কর্তব্যরত কয়েকজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয় কর্মকর্তা মোহাম্মদ সেলিম, আজিজুর রহমান, কর্মচারী সোলাইমানসহ আরও কয়েকজন। পরে এ ঘটনার জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চান কর্মচারী ও কর্মকর্তা নেতারা।

বিজয় দিবসের কর্মসূচিতে এ ধরণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন ও ছাত্রমৈত্রী। সংগঠনদুটির নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে যারা এমন পরিস্থিতির সৃষ্টি করেছে তারা যেই হোক মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা লালন করেনা উল্লেখ করে জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করেন।

আই.এ/

মন্তব্য করুন