

ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস
ভাস্কর্য ইস্যুতে সরকারের সঙ্গে বৈঠকে বসেছেন দেশের কওমি মাদ্রাসার শীর্ষ আলেমরা। কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ড- হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নেতৃত্বে আলেমরা এতে অংশ নিয়েছেন।
সোমবার (১৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে এ বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত রয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
আলেমদের মধ্যে বৈঠকে উপস্থিত রয়েছেন, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন গওহরপুরী, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা নূর আহমদ কাসেম।
গত শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় রাজধানী যাত্রাবাড়ি মাদ্রাসায় বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড- বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি, আল-হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান ও গুলশান আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমূদুল হাসানের নেতৃত্বে ভাস্কর্যের ব্যাপারে নিজেদের অবস্থান ব্যাখ্যাসহ পাঁচ দফা প্রস্তাব রাখেন আলেমরা।
আই.এ/