

শাহরিয়ার কবির রিমন, ইবি প্রতিনিধি: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।
সোমবার(১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির কার্যালয় থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাব্বির হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজা আহমেদ জয়, কার্য নির্বাহী সদস্য তারিক সাইমুম, শাহরিয়ার কবির রিমন ও খলিলুর রহমান জিম।