
ডেস্ক রিপোর্ট: ‘বাংলাদেশে গণতন্ত্র ও উন্নয়ন একসঙ্গে এগিয়ে যাবে। জার্মান রাষ্ট্রদূতের সাথে একান্ত আলাপে এমনটাই বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে যান বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ। এ সময় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, সরকারের লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে দেশের উন্নয়ন নিশ্চিত করা এবং দেশে গণতন্ত্র ও উন্নয়ন একসাথে চলা।
জার্মান রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী এ সময় বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য তাঁর সরকারের গৃহীত সামাজিক নিরাপত্তাবেষ্টনী (এসএসএন) কর্মসূচির কথা তুলে ধরেন। সরকার ভবিষ্যতে এসএসএন কর্মসূচি আরও জোরদার করবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও জার্মানির রাষ্ট্রদূতের মধ্যে যোগাযোগ খাতে সহযোগিতার বিষয়েও কথা হয়েছে।
জার্মান রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের একটি বার্তা পৌঁছে দেন, যেখানে জার্মান চ্যান্সেলর প্রধানমন্ত্রীর নতুন মেয়াদে দায়িত্ব গ্রহণের সাফল্য কামনা করেন। বার্তায় জার্মান চ্যান্সেলর বলেন, ‘আপনার দেশ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে আমি এ দেশের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।’ চ্যান্সেলর আরও বলেন, ‘অংশীদারত্বের চেতনা নিয়ে জার্মানি সব সময় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করছেন’