করোনায় শাসন ব্যবস্থার দুর্বলতা বেরিয়ে এসেছে: ইনু

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, করোনাকালে দেশের শাসন ব্যবস্থার দুর্বলতা প্রকাশিত হয়ে পড়েছে। এই মহামারির বিরুদ্ধে যথাযথ প্রস্তুতি নিতে পারেনি দায়িত্বশীলরা। যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর সবচেয়ে বেশি দায়িত্ব বর্তায়, সেও করোনাকে ঠিকঠাক মোকাবেলা করতে অক্ষম হয়েছে। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

হাসানুল হক ইনু আরো বলেন, দেশে দুর্নীতি-লুটপাট-বৈষম্য বেড়ে গেছে। সেজন্য যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সরকারকে একদিকে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তেমনি রাজনীতির দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। অন্যথায় যুব সমাজের অবক্ষয় ঠেকানো যাবে না। এ সময় দুর্নীতি-লুটপাট-বৈষম্য বন্ধ করতে তরুণ-যুবকদেরকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সাবেক তথ্যমন্ত্রী আরো বলেন, খাদ্যনিরাপত্তা, যথাযথ স্বাস্থ্যসেবা এবং সর্বজনীন শিক্ষা-এসব মৌলিক অধিকারের ব্যাপারে আর পিছিয়ে থাকার সুযোগ নেই, অজুহাত দেখানোরও কোনো কারণ থাকতে পারে না। কারণ দেশের বয়স ৫০ বছর হতে যাচ্ছে। এছাড়া প্রযুক্তির এই যুগে ইন্টারনেট ব্যবহারের সুযোগকেও মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এর কোনো বিকল্প নেই।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন