অনলাইন নিউজ পোর্টাল ‘রাহনুমা নিউজ’ এর যাত্রা শুরু

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০

সত্যের পথে অবিরাম স্লোগানে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করলো ‘রাহনুমা নিউজ টোয়েন্টিফোর ডটকম’।

শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল রাহমানিয়া ইন্টারন্যাশনালে এক আড়ম্বরপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পথচলা শুরু করে পোর্টালটি।

রাহনুমা নিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতী যোবায়ের গণীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

রাহনুমা নিউজ ডটকমের উদ্বোধনী অনুষ্ঠানে হোটেল রাহমানিয়ায় বসেছিল একঝাঁক তারার মেলা। লেখক, সাহিত্যিক, সংগঠক ও শুভানুধ্যায়ীদের আগমনে মুখরিত হয়ে উঠেছিল রাহমানিয়া প্রাঙ্গন।

গতানুগতিক ধারার বক্তৃতার বদলে অতিথিদের কথায় ছিল স্বপ্ন ও আশার গল্প। রাহনুমা নিউজ ডটকমকে নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন বরেণ্যরা।

দৈনিক প্রথম আলোর ধর্মীয় উপদেষ্টা মুফতি শায়খ মুহাম্মদ উছমান গনীসহ লেখক-সংগঠক মাওলানা রুহুল আমীন সাদী, ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশের মহাসচিব ও ঢাকার গাউছিয়া জামে মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, আসকান ডেভলপমেন্ট লি. এর চেয়ারম্যান মাওলানা আবু সায়েম খালেদ, জামিয়া রাহমানিয়া দারুল ইসলাম কাজলার মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি ওযায়ের আমীন মিডিয়াসহ সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে কথা বলেন।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, ধানমন্ডি তাকওয়া জামে মসজিদের ইমাম মাওলানা শায়খ আব্দুল হাফিজ মারুফ, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা আতাউর রহমান আতিকী, মাওলানা মিজানুর রহমান হানাফী, জাতীয় লেখক পরিষদের সহ-সভাপতি মুফতি আফজাল হুসাইন, জাতীয় লেখক পরিষদের সহসভাপতি মুফতি খন্দকার মুজাম্মেল ও সংগঠনটির সেক্রেটারি ও সবার খবর সম্পাদক আবদুল গাফফার।

আরও বক্তব্য রেখেছেন ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের সভাপতি মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতী ইমরানুল বারী সিরাজী, কওমী নিউজ সম্পাদক আশরাফুল হক, ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব খালেদ সাইফুল্লাহ, আল্লামা নূর হোসাইন কাসেমীর (দা. বা.) সাহেবজাদা মাওলানা জাবের কাসেমী, জাতীয় ইমাম পরিষদের সেক্রেটারি মুফতি আ ফ ম আকরাম হুসাইন, কলরবের যুগ্ম নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান, পাবলিক ভয়েস নির্বাহী সম্পাদক হাছিব আর রহমান, আহবান শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক মাওলানা এইচ এম সাইফুল ইসলাম। মারকাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা মুগদার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোশাররফ হোসাইন মাহমুদ, বি এম এস  গ্রুপের  চেয়ারম্যান মুফতি সুলতান মাহমুদ, নর্দা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি তাহের সাঈদ, দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক তানজিল আমির, মুফতি মাহমুদুল হাসান, নিউমার্কেট এরোপ্লেন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সানাউল্লাহ খান, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব কারী সা’দ সাইফুল্লাহ মাদানী, খান ট্রাভেলস এর স্বত্বাধিকারী মাওলানা রহমতুল্লাহ বুখারী, মাওলানা জাকারিয়া ইদরিস, মুফতি ইউনুস আহমদ, জাতীয় লেখক পরিষদের সমাজকল্যাণ সম্পাদক মাওলানা খাইরুল বাশার ও শিল্পী সাইদুজ্জামান নুর প্রমুখ।উপস্থাপনায় ছিলেন কবি যায়েদ আজিজ

সত্যের পথে অবিরাম স্লোগানে ‘রাহনুমা নিউজ টোয়েন্টিফোর ডটকম’ এগিয়ে যাবে বহুদূর, অনুষ্ঠানজুড়ে এমনটিই কামনা ছিল সবার।

মন্তব্য করুন