ভারতের পত্রিকা বরাবর কঠোর প্রতিবাদপত্র পাঠিয়েছে হেফাজত

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের প্রতিবাদ

প্রকাশিত: ৬:৪১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০
টাইমস অব ইন্ডিয়া বরাবর প্রতিবাদপত্র পাঠিয়েছে হেফাজত। ছবি : পাবলিক ভয়েস।
  • বাংলাদেশের ইসলামপন্থীদের নিয়ে টাইমস অব ইন্ডিয়ার মিথ্যাচারমূলক প্রতিবেদনের কঠোর প্রতিবাদপত্র পাঠিয়েছে হেফাজত

ভারতের বহুল প্রচারিত পত্রিকা “টাইমস অব ইন্ডিয়ায়” গত ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) প্রকাশিত ‘বাংলাদেশে ইসলামপন্থী চরমপন্থার উত্থানে উদ্বিগ্ন ভারত’ শীর্ষক এক রিপোর্টের প্রতিবাদ জানিয়েছে দেশের আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। বাংলাদেশ থেকে হেফাজতের পক্ষে প্রতিবাদপত্রটি টাইমস অব ইন্ডিয়ার এডিটর-ইন-চীফ জয়দীপ বোস বরাবর পাঠানো হয়েছে।

পাবলিক ভয়েসের কাছে প্রতিবাদপত্রটি হুবহু পাঠিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজু্ল হক ইসলামাবাদী। টাইমস অব ইন্ডিয়া বরাবর প্রতিবাদপত্রটিও তার নামেই পাঠানো হয়েছে।

মূল প্রতিবাদপত্র এবং আপত্তি উঠা টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনটি ইংরেজি ও বাংলা ভাষায় এই নিউজের শেষে হুবহু সংযোজন করে দেয়া হয়েছে।

প্রথমে ইংরেজি ভাষায় পাঠানো প্রতিবাদপত্রটি পাঠকদের জন্য বাংলায় অনুবাদ করে দেওয়া হলো :

বরাবর
এডিটর-ইন-চীফ
জনাব জয়দীপ বোস
টাইমস অব ইন্ডিয়া

বিষয় : টাইমস অব ইন্ডিয়ায় ‘বাংলাদেশে ইসলামপন্থী চরমপন্থার উত্থানে উদ্বিগ্ন ভারত’ শীর্ষক প্রতিবেদনের বিরুদ্ধে হেফাজতে ইসলামের প্রতিবাদপত্র।

জনাব বোস,  গত ডিসেম্বর ১৭ তারিখে টাইমস অব ইন্ডিয়ায় ‘বাংলাদেশে ইসলামপন্থী চরমপন্থার উত্থানে উদ্বিগ্ন ভারত’ শীর্ষক প্রকাশিত একটি রিপোর্ট আমাদের নজরে এসেছে। দুঃখের বিষয় হলো, রিপোর্টটি ভিত্তিহীন ও অসত্যে ভরপুর এবং সেইসাথে বিভ্রান্তিকর ও কুতসাপূর্ণ। তাই এই প্রতিবাদপত্র পাঠানো হলো।

বাংলাদেশের বিদ্যমান রাজনীতি ও জনজীবন সম্পর্কে অবহিত এমন যে কারো কাছে শুরুতেই রিপোর্টটিকে মনে হবে যে, এটি উদ্দেশ্যমূলকভাবে লেখা হয়েছে এবং রিপোর্টটিতে বাংলাদেশের সবচে জনপ্রিয় ধর্মীয় প্লাটফর্ম হেফাজতে ইসলাম সম্পর্কে ভুল ধারণা সুস্পষ্ট। সেখানে দুঃজনকভাবে হেফাজতের নতুন নির্বাচিত আমির আল্লামা জুনাইদ বাবুনগরী শেখ মুজিবুর রহমানের মূর্তিসমূহ ভেঙেছেন বলে দাবি করা হয়েছে। এমন উদ্দেশ্যপূর্ণ দাবি কোনোভাবেই সত্য নয় এবং এক্ষেত্রে কোনো বাস্তবভিত্তিক তথ্য বা বিশ্বাসযোগ্য রেফারেন্সও উল্লেখ করা হয়নি সেখানে। যদি এটা সত্য হতো, তাহলে প্রশ্ন আসে, বাংলাদেশের মূলধারার কোনো মিডিয়ায় কেন এমন অভিযোগ আসেনি?

অন্যদিকে, বাস্তবতা হলো এর সম্পূর্ণ বিপরীত। কারণ, গত ৫ ডিসেম্বর  বাংলাদেশের কুষ্টিয়া জেলায় শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙার ঘটনার পর হেফাজতের বর্তমান যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক জোড়ালোভাবে এমন কাজের নিন্দা জানিয়েছেন এবং তিনি একইসাথে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ব্যক্ত করেছেন আমাদের স্বাধীনতাযুদ্ধের একজন মহানায়ক হিসেবে এবং একজন গুণবান মুসলিম ব্যক্তিত্ব হিসেবে।

এটা খুবই দুঃখজনক যে, হেফাজতে ইসলামের বিরুদ্ধে ভুল তথ্য, মিথ্যাচার ও ঘৃণাপূর্ণ প্রপাগান্ডা প্রচারের জন্য আপনার প্রসিদ্ধ সংবাদপত্রকে ব্যবহার করা হচ্ছে। আমরা জানি, টাইমস অব ইন্ডিয়া ভারতের লিডিং সংবাদপত্রগুলোর মধ্যে অন্যতম। সে কারণে আমরা আশা করি আপনার পত্রিকাটি রিপোর্টিং ও কভারেজের ক্ষেত্রে আরো পেশাদার, নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ হবে, আস্থা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করবে এবং বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে একটি পিপল-টু-পিপল সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করতে সক্ষম হবে।

হেফাজতে ইসলাম আইন নিজের হাতে তুলে নিয়ে এমন ভাঙচুর সমর্থন করে না এবং অনুমোদনও দেয় না। বরং, আমাদের মতে, এমন ভাঙচুরকে স্যাবোট্যাজ মনে করার যথেষ্ট বাস্তবতা রয়েছে এবং আমাদের ওপর দায় চাপানোর উদ্দেশ্যেই এমন স্যাবোট্যাজ ঘটানো হয় বলে আমরা মনে করি। ইতোমধ্যে কুষ্টিয়ায় আরেকটি মূর্তি ভাঙচুরের ঘটনা মিডিয়ায় এসেছে; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনজন গ্রেপ্তার হয়েছে বাঘা যতীনের মূর্তি ভাঙার অভিযোগে। এটাও এখন সবার জ্ঞাত যে, গ্রেপ্তারকৃত তিনজনের একজন যুবলীগের নেতা। (ডেইলি স্টার, ডিসেম্বর ২০, ২০২০)।

এছাড়া, আপনার উক্ত রিপোর্টটি আমাদের সংগঠনকে ‘চরমপন্থী দল’ হিসেবে আখ্যা দিয়েছে; এমন অমানবিক ভাষা সরাসরি ‘ওয়ার অন টেরর’-এর ভোকাবোলারি থেকে ধার করা হয়েছে। আমরা হেফাজতের জন্য এমন মিসনোমার তথা অনুপযুক্ত পরিভাষা ব্যবহারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা একটি অরাজনৈতিক ও সামাজিক ধর্মীয় সংগঠন। আমরা ইসলামোফোবিয়া এবং উপনিবেশিক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইস্বরূপ শান্তিপূর্ণভাবে জনগণের ঈমান-আকিদা ও নৈতিকতা সংরক্ষণের লক্ষ্যে কাজ করি।

সুতরাং, আপনার উক্ত আপত্তিকর রিপোর্টটির কারণে আমাদের সংগঠনের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই আপনার পত্রিকায় আমাদের এই প্রতিবাদপত্রটি সম্পূর্ণ প্রকাশ করে আপনার পাঠকদের মধ্যে আমাদের সংগঠন সম্পর্কে প্রচারিত ভুল ধারণা নিরসন করার অনুরোধ রইলো।

নিবেদক :
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
হেফাজতে ইসলাম বাংলাদেশ

মূল ইংরেজি প্রতিবাদপত্রটি (যেটা পাঠানো হয়েছে) নিচে দেওয়া হলো :

Date: 21 Dec, 2020

To
Editor-in-Chief
Mr. Jaideep Bose
The Times of India

Subject: Rejoinder to the report titled “Rise of Islamist extremism in Bangladesh worries India” that was published in your esteemed newspaper.

Dear Mr. Bose, The report titled “Rise of Islamist extremism in Bangladesh worries India” published in the Times of India on December 17, 2020 caught our attention. Sadly, the report is not only full of baseless and inaccurate assertions, but also misleading and slanderous, hence this rejoinder.

On the outset, it would be clear to anyone –informed about the politics and public life of Bangladesh– that this report was written with an ulterior motive and could not hide its prejudice against the most popular civico-religious platform in Bangladesh, i.e., Hefazat-E-Islam. To our great dismay, it was claimed that Allama Junaid Babunagri, the newly elected Chief of Hefazat-E-Islam, ‘vandalized statues of Sheikh Mujibur Rahman’. This motivated claim made in the report is nowhere near true and has no factual basis or any credible reference. If it were the case, one would wonder why such news was not reported in any form in Bangladesh mainstream media. On the contrary, the fact on the ground is quite the opposite. Soon after a statue of Sheikh Mujibur Rahman was vandalized in Kustia district of Bangladesh on December 5, 2020, Mawlana Mamunul Haque, the current joint-secretary of Hefazat-E-Islam condemned the act in the strongest possible way. In addition, he reiterated his respect towards Bangabandhu Sheikh Mujibur Rahman as an illustrious figure in our struggle for liberation and an accomplished Muslim persona.

It’s very unfortunate to see your esteemed newspaper is being used to propagate misinformation, lies and malicious propaganda against Hefazat-E-Islam in Bangladesh. Knowing that the Times of India is one of the leading newspapers in India, we expect it to be more professional, objective and balanced in its reporting and coverage to earn trust and credibility in order to be able to influence a people-to-people relationship between Bangladesh and India in the most positive direction.

Hefazat-E-Islam neither supports nor approves of such vandalism by taking law at hands. Rather, in our opinion, it has ample indication to consider this as an act of sabotage to put blame on us. Reportedly, another such incident of vandalism took place in Kustia a few days ago, with three perpetrators arrested by the law enforcing agencies on the charge of the vandalisation of Bagha Jatin’s bust. It’s quite revealing to know that one of the perpetrators’ identities has been reported in the media to be the leader of Jubo League– a wing of the current ruling party of Bangladesh (The Daily Star, Dec 20, 2020).

In addition, your report labelled our organization as an extremist group. This is the language of dehumanization and directly borrowed from the vocabulary of “war on terror” at work. We are protesting in the strongest possible term against such a misnomer used to vilify Hefazat-E-Islam. We are a nonpolitical civico-religious organization working to safeguard public morality, articles of faith and principles in peaceful ways to fight against colonial domination and Islamophobia.

Therefore, we would like to request you to publish this rejoinder in full to correct the perception of your readers about us which was damaged due to the aforementioned report published in your newspaper.

Sincerely,
Mawlana Azizul Haque Islamabadi
Organisational Secretary (Central)
Hefazat-E-Islam Bangladesh

  • টাইমস অব ইন্ডিয়ার যে প্রতিবেদনটি নিয়ে প্রতিবাদ পাঠানো হয়েছে তার বাংলা অনুবাদ এখানে উল্লেখ করা হলো। শেষে মূল ইংরেজি প্রতিবেদনটিও সংযুক্ত করে দেয়া হলো।

‘বাংলাদেশে ইসলামপন্থী চরমপন্থার উত্থানে উদ্বিগ্ন ভারত’

বাংলাদেশে ইসলামী চরমপন্থীদের উত্থানে দিল্লি উদ্বিগ্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই দাবি করেছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তাদের সেই প্রতিবেদনটি তুলে ধরা হল-

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভার্চুয়ালি আয়োজিত দ্বিপাক্ষিক সম্মেলনে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে সংযোগ ও অবকাঠামো নিয়ে আলোচনার বাইরেও ভারতের জন্য ক্রমবর্ধমান উদ্বেগ হ’ল বাংলাদেশে ইসলামী চরমপন্থার পুনরুত্থান।

শেখ হাসিনা সরকার চরমপন্থী দল হেফাজতে ইসলামের বিরুদ্ধে ৮০ টিরও বেশি সন্ত্রাসবাদ-সংক্রান্ত মামলা পুনরায় সক্রিয় করছে, যার নতুন উগ্রপন্থী প্রধান জুনাইদ বাবুনগরী ইতিমধ্যে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করেছেন এবং অন্য মূর্তিগুলোও ভেঙে দেয়ার হুমকি দিয়েছেন। বাংলাদেশি গণমাধ্যমের খবরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বরাত দিয়ে বলা হয়েছে, “সন্ত্রাসবাদের মামলা বেশি দিন স্থগিত রাখা যায় না। মামলার বিবরণী যাচাই করা হচ্ছে। সরকার অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।” তিনি স্বীকার করেছেন যে, হেফাজতের বিরুদ্ধে সরকার তৎপর ছিল না এবং বিভিন্ন কারণে সাত বছর কেটে গেছে, যা একটি ভুল।

যদিও আল-কায়দা, তালেবান, সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট দ্বারা অনুপ্রাণিত সন্ত্রাসবাদী দলগুলোর বিরুদ্ধে হাসিনা সরকার তৎপর ছিল, তবুও হেফাজত সেখানে রক্ষা পেয়ে গেছে। কারণ, মূলত তাদের পূর্ববর্তী প্রধান সরকারের অনুকূলে ছিলেন এবং সরকার জামায়াতকে লক্ষ্যবস্তু করতে তাদেরকে ব্যবহার করেছিল। তবে এই দলটি এখন সরকারের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। হাসিনা এই সঙ্কট মোকাবেলা করতে সক্ষম হবেন কিনা তা নিয়ে উদ্বেগ বাড়ছে। হাসিনার ছেলে জয় ওয়াজেদও হেফাজতের বিরুদ্ধে সতর্কতা জারি করে তাদেরকে ‘নব্য রাজাকার’ বলে অভিহিত করে বলেন, “একটি দল আছে যারা দেশকে পিছনে নিয়ে যাওয়ার জন্য মাথা উঁচু করছে। তারা বাংলাদেশকে আফগানিস্তানে রূপান্তর করার হুমকি দিচ্ছে। একাত্তরে জামায়াত ছিল, এখন হেফাজত নতুন রাজাকার হয়ে উঠছে।”

হেফাজত তাদের সর্বশেষতম ঘোষণায়, বাংলাদেশে ফরাসী দূতাবাস ও ইস্কন সুবিধাগুলো বন্ধ করার এবং আহমদিয়াদের ‘অমুসলিম’ হিসাবে ঘোষণা করার দাবি জানিয়েছে। এমন সময়ে তারা বিক্ষোভ শুরু করেছে যখন দীর্ঘকাল পরে ঢাকায় রাষ্ট্রদূতের প্রত্যাবর্তনের সাথে সাথে পাকিস্তান বাংলাদেশের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করছে। টাইমস অব ইন্ডিয়া। (দৈনিক ইনকিলাব, ১৭ ডিসেম্বর, ২০২০, ৫:১২ পিএম)

[বাংলায় অনুবাদ করে দৈনিক ইনকিলাবে প্রকাশিত টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের স্ক্রীনশট।]

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত মূল ইংরেজি প্রতিবেদনটি নিচে দেয়া হলো।

Rise of Islamist extremism in Bangladesh worries India

As PM Narendra Modi and his Bangladeshi counterpart Sheikh Hasina meet virtually for a bilateral summit on Thursday, beyond the discussions on connectivity and infrastructure, a rising concern in India is the apparent resurgence of Islamist extremism in Bangladesh.The Hasina government is re-activating over 80 terrorism-related cases against the extremist group Hefazat-e-Islam, whose new radicalised chief Junaid Babunagri has already vandalised statues of Sheikh Mujibur Rehman and threatened to bring down others too. Bangladeshi media reports quoted home minister Asaduzzaman Khan Kamal as saying, “Terrorism cases can’t be postponed for long. Details of the cases are being checked. The government is determined to take action against the accused.”

He acknowledged that the government had not been proactive against Hefazat and that “seven years have passed for various reasons, which is a mistake”. While the Hasina government has been proactive against terror groups affiliated or inspired by al-Qaida, the Taliban and Islamic State terror group, Hefazat has escaped action, largely because the previous chief tilted in favour of the government, and the government used it to target the Jamaat. But the group has now turned on the government, raising concerns whether Hasina will be able to deal with these elements. Hasina’s son Joy Wajed too issued a warning against Hefazat, calling them the new “razakars”.

“There is a group that has raised its head in a bid to take the country backwards. They are threatening to transform Bangladesh into Afghanistan. There was the Jamaat in 1971, and now Hefazat is becoming the new Razakar,” he said. In its most recent pronouncements, Hefazat has demanded closure of the Iskcon facilities in Bangladesh and the French embassy and to declare Ahmadiyas as “non-Muslims”. The growth of the group comes at a time when Pakistan is reinstating its position in Bangladesh, with the return of an envoy to Dhaka after a longish period. (TOI, Dec 17, 2020, 10:50 IST)

[টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত মূল প্রতিবেদনটির স্ক্রীনশট।]

  • প্রতিবেনটি সন্নিবেশিত ও সংযোজিত করেছেন পাবলিক ভয়েস নির্বাহী সম্পাদক হাছিব আর রহমান।

মন্তব্য করুন