ম.খা আলমগীরের নামে সংবাদ, প্রথম আলোর বিরুদ্ধে ১০০ কোটির মামলা

প্রকাশিত: ৪:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

দৈনিক প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানসহ চার সাংবাদিকের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা করা হয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীরকে নিয়ে সংবাদ প্রকাশ করায় মানহানির অভিযোগ এনে এ মামলাটি করা হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের কচুয়া আদালতের বিচারক কামাল হোসাইন মামলাটি আমলে নিয়ে তা একজন অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার আরজিতে বলা হয়েছে, গত ৩০ জুলাই ও ৪ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় ড. মহীউদ্দীন খান আলমগীরকে নিয়ে ‘অন্যের টাকায় মহীউদ্দীনের মেডিক্যাল কলেজ ক্রয়’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এতে মামলার বাদী আদালতে দেওয়া তাঁর আবেদনে উল্লেখ করেন, ড. মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে যেসব অভিযোগ উপস্থাপন করা হয়েছে, তা সঠিক নয়।

এতে এমন একজন জাতীয় পর্যায়ের রাজনীতিকের মানসম্মান নষ্ট করা হয়েছে উল্লেখ করে মামলার বাদী অ্যাডভোকেট মো. হেলালউদ্দিন আদালতকে জানান, প্রকৃত পক্ষে ড. মহীউদ্দীন খান আলমগীরের কোনো ধরনের মালিকানা নেই ওই হাসপাতালে। তবে অনারারি বা অবৈতনিক হিসেবে হাসপাতালের সঙ্গে আছেন।

বাদী আরো অভিযোগ করেন, এ ধরনের সংবাদ প্রকাশ করায় ড. মহীউদ্দীন খান আলমগীরের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাই মানহানির অভিযোগে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণের এই মামলা করেন তিনি।

মন্তব্য করুন