একাত্তর ফের জাগাও

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৯

একাত্তর ফের জাগাও

মাহদী হাসান রিয়াদ

 

ক্রমশ বেড়েই যে চলছে

গণধর্ষণ

মোর হৃদয়ে হচ্ছে আজ

রক্তক্ষরণ।

 

কতো শিশু মরলে ভাই

থামবে নিপীড়ন

জননী আতংকে আজ

হৃদয়ে শিহরণ।

 

বাংলাদেশ একটু বলো

জাগবে তুমি কবে

একাত্তর ফের জাগাও

ধর্ষণ থামবে তবে।

 

থাকবেনা কোন দুঃখ

যদিও হয় মরণ

দাওরে জিহাদের ডাক

এলো উক্তক্ষণ।

মন্তব্য করুন