সদ্য কবি অদ্রিজা পোদ্দারের তিনটি কবিতা

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জুন ১, ২০২১

স্বপ্ন
                                           অদ্রিজা পোদ্দার

একরাশ সপ্ন নিয়ে পথ চলতে
চেয়েছিলাম
পথে বেরিয়ে দেখি
চারিদিকে মেহেদি পাতার মতো
সবুজের সমারোহ
বাহিরে সবুজে ভরা।
ভেতরে রক্ত,
গ্লানি আর কষ্টে ভরা
চারিদিকে শুধু আজ
বৈরীতা,
পাখির কলরবে নেই কোনও
মুখরতা।
আজ শুধু ইঞ্চি ইঞ্চি
বেদনা গাথা,
ফুলেরা আজ পাপড়ি মেলে না ভয়ে,
কখন যেন করালগ্রাসের
স্রোতে পড়ে,
এভাবে হয় না কোনও
স্বপ্নবোনা।
স্বাধীন দেশের বুকে আজ
অশ্লীসতার ছোয়া
হারিয়ে যায় দিপ্তীময়ী
কতো প্রতীভা।
দোষী, লোভী, পাপী যতো
আনন্দে দিন কাটায়,
হয় না কভু দুঃখী মায়ের
স্বপ্ন-জাল বোনা।
এমন করে হারিয়ে যাবে
কতো মায়ের বুক।
হলো না কভু ঝরে যাওয়া ফুল গুলোর
সুষ্ঠু বিচার টুকু।

হৃদয়ক্ষরণ

প্রতিরাতে হৃদয়ক্ষরণ
তোমার নামে এ মনে
চলে আন্দোলন
তোমায় ছাড়া চাঁদনী রাতে।
গাইবো না আমি
কোনওক্ষণ,
কফিশপের আড্ডাটা
চলবে না আজ
তোমায় ছাড়া।
তোমার নামে লিখে দিবো
স্বপ্নময়ী পাহাড়চূড়া,
জ্বালিয়ে দেব
প্রদীপ যতো
থাকবে না আর
আধাঁরগুলা।
ধুইয়ে দেব শিঁশিঁর দিয়ে
থাকবে না আর গ্লানি যত
মিশে থাকো মনের মাঝে
হারিও না কখনও পিছুটানে।

মা

মা, আমার মা
ওগো মমতাময়ী মা
মায়ের আদর না পেলে
ভালো লাগে না।
আকুল হয়ে যখন তাকাই মায়ের মুখ পানে
দেখি আমার দু‘চোখে
স্বপ্ন আজও জ্বলজ্বল করে।
মা বিনে এই দুনিয়া বড়ই নিরাশময়
মায়ের আদর পেলে জগত
উজ্জ্বলময় হয়।
মা যখন ডাকে আমায়
তার মিষ্টি সুরে
সুখে আমার মন তখন
আনন্দে নেচে উঠে।
মায়ের ভাষায় মায়ের কথায়
আমি কথা বলি
মাকে দেখে তার পথে
পথ চলি।
পথের মাঝে ফাঁকে ফাঁকে
মাকে দেখতে পাই
মা যে আছে হৃদয় জুড়ে
তাকেই শুধু চাই।
মাকে ছাড়া কখনও আমি
আশা করি না এ ভূবন
মায়ের কোলে মাথা রেখে
কাটাবো বাকি জীবন।
মায়ের আদর মায়ের মুখ কখনও নয় ভুলার
তাকে দেখে দিন কেটে যায় দেখি না তো আঁধার।
মা যদি যান রেগে
তাকে মিষ্টি ভারী লাগে
তাই মাগো তোমায় বাসি ভালো
আমার মনে প্রাণে।

আইএ/পাবলিক ভয়েস


প্রিয় পাঠক! আপনিও লেখা পাঠাতে পারেন সাহিত্য, ফিচার, ইসলাম ও জীবনযাপন বিভাগে। সঙ্গে ছবি পাঠাতে ভুলবেন না। লেখা পাঠাতে ব্যবহার করুন পাবলিক ভয়েসের মেইল publicvoice24@gmail.com। ফেসবুক পেজের ইনবক্সেও লেখা পাঠানো যায়। (তরুণ লিখিয়ে বন্ধুদের লেখা ছাপা হয়। তবে লেখা নির্ভুল হতে হবে)


 

মন্তব্য করুন