

অমর একুশে গ্রন্থমেলা ২০২১ উপলক্ষে ‘চৈতন্য প্রকাশন’ থেকে প্রকাশিত হয়েছে তরুণ কবি ও সাংবাদিক আদিল মাহমুদের কাব্যগ্রন্থ ‘আনকাবূত’।
- বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত।
- বইটির মুদ্রিত মূল্য ১৬০ টাকা।
বইমেলা ছাড়াও অনলাইনে বইটি পাওয়া যাচ্ছে রকমারি ডটকমে।
রকমারি ডটকম থেকে বইটি কিনতে এখানে ক্লিক করুন
এ বই প্রসঙ্গে আদিল মাহমুদ বলেন, ‘আনকাবূত’ কাব্যগ্রন্থ যেন আমার দৈনন্দিন জীবনের স্মৃতির অ্যালবাম। আমার দিনালিপি মাত্র। মন কখনো কি অবস্থায় ছিল তারই বৃত্তান্ত। এছাড়াও কিছু কবিতায় মাঝে মাঝেই ছায়া ফেলেছে আমাদের ঐতিহ্য, জীবনবোধ, সুখ ও শোককাতর অনুভবমালা।’
কবি ও কাব্যগ্রন্থ সম্পর্কে কবি শাহাদাত জামান জানান, ‘আদিল মাহমুদ একজন নীরব ও নিঃশব্দ অনুসন্ধানকারী দহনদগ্ধ কবি। তাঁর শব্দ নির্বাচন, প্রয়োগ কৌশল, অনবদ্য চিত্রকল্প, সৃষ্টি বৈচিত্র্য, নির্মাণশৈলী আনন্দদায়ক। প্রথাগত আবেগকাতরতা, থরোথরো প্রেমময়তা পরিহার করে স্বতন্ত্রস্বাদ রচনায়, ছন্দ ও ছন্দোহীনতায় তিনি অন্যতম। তাঁর ‘আনকাবূত’ কাব্যগ্রন্থে দেখেছি এইসব অনুভবী বৈশিষ্ট্য।’
শাহাদাত জামান আরও বলেন, ‘কবিতায় আদিল মাহমুদ জাগতিক বিপন্নতা থেকে কোনো এক মহাজাগতিক আশ্রয়চেতনার দিকে হেঁটে চলছেন একা। আর উন্মোচন করছেন নৃত্যনন্দন আচ্ছন্নতার জাদুবলয়। নিঃসঙ্গতা ও সময়ের অস্থিরতা স্বত্ত্বেও তাঁর কবিতায় আছে এক ধরনের নম্রতার আবরণ। কম বয়সী তরুণ এই কবির কবিতার জীবন ও বোধের প্রতি আমার সম্মান রইলো।’
সিলেটের কানাইঘাট থানার ভাটিদিহি গ্রামে ২০ জুন ১৯৯৮ সালে আদিলের জন্ম। পিতা: আনওয়ারুল আম্বিয়া মানিক, মাতা: জোছনা আহমেদ। ছেলেবেলা থেকে থাকেন ঢাকা শহরে। পড়ালেখা করেছেন জামিআ ইকরা বাংলাদেশে। কৈশোর থেকে টুকটাক লিখেন। এখন নিয়মিত। নিজেকে প্রকাশের মাধ্যম কবিতার পাশাপাশি গল্প ও প্রবন্ধ লিখে চলছেন অবিরাম। অনুবাদ সাহিত্যেও আছে তাঁর বিরাট দখল।