হাত-পা বেঁধে সাংবাদিকের মটরসাইকেল ছিনতাই

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের হাত-পা বেঁধে মটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ২১ আগস্ট, শুক্রবার রাতে নিজ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা আঞ্চলিক সড়কের জামতলা এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন সাংবাদিক সাজিদ তৌহিদ।

সাজিদ স্থানীয় দৈনিক গৌড় বাংলা পত্রিকায় বার্তা সম্পাদক। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে মোজাফফর হোসেন জানান, সাংবাদিক সাজিদ তৌহিদ কাজ শেষে পত্রিকার অফিস থেকে বের হয়ে মটরসাইকেলযোগে তার বাড়ি নাচোল যাবার পথে জামতলা এলাকার ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। এতে মাথায় হেলমেট থাকায় প্রাণে রক্ষা পান। তিনি পড়ে গেলে তার হাত-পা বেঁধে পাশের একটি জঙ্গলে ফেলে রেখে মোটরসাইকেল, মোবাইল ফোন, টাকা পায়সা সবকিছু নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী সাজিদ তৌহিদ বলেন, মটরসাকেল থামিয়েই মাথায় দেশি অস্ত্র দিয়ে আঘাত করে সড়ক ডাকাতরা। কিন্তু হেরমেট থাকায় প্রাণে রক্ষা পাই। এরপর গাছে বেঁধে রেখে জঙ্গলে মটরসাইকেল, মোবাইল ও কিছু নগদ অর্থ এবং আমার মটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। এরপর কিছু দূরে মালটা ক্ষেতে কোনো রকমে পৌঁছাই। এরপর মালটা বাগানের একজনের মোবাইল থেকে নাচোলের এক সহকর্মীকে ফোন দিয়ে জানালে, সহকর্মীরা ও পুলিশ এসে আমাকে উদ্ধার করে।

এ বিষয়ে থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে সাংবাদিককে উদ্ধার করা হয়। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এদিকে নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আবু তাহের খোকন জানান, এর আগে ওই স্থানে তারও মটরসাইকেল কেড়ে মারধরের ঘটনা ঘটেছে। এছাড়াও এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মটরসাইকেল কেড়ে নেয়ার ঘটনাও ঘটেছিল সেখানে।

এমতাবস্তায় রাতে পথচারীদের নিরাপত্তার জন্য সড়কে ডাকাতি ঠেকাতে পুলিশ টহল জোরদার ও জড়িতদের আটকের দাবী জানান এলাকাবাসী।

প্রসঙ্গত, অনেক আগে থেকেই চাঁপাইনবাবগঞ্জ-আমানুরা সড়কের জামতলা এলাকাটি ছিনতাইয়ের জন্য আলোচিত ছিলো। ওই এলাকায় একাধিক চালকলসহ শিল্প প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু সেই অর্থে খুব বেশি পুলিশি টহল না থাকায় নির্জন ওই এলাকাটিকে ছিনতাইয়ের জন্য নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে সড়ক ডাকাতরা। শুক্রবার রাতে সাংবাদিক সাজিদ তৌহিদ ছিনতাইয়ের কবলে পড়ার পর আবারো তা আলোচনায় আসল।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন