

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের কার্যক্রম আসর নামাজ আদায়ের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ উদ্বোধন করা হয় । উদ্বোধন শেষে বাদ আসর ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কেন্দ্রীয় মসজিদ উদ্বোধন এবং ২১ আগস্ট স্মরণে আয়োজিত দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত তিন তলাবিশিষ্ট অত্যাধুনিক এ মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৮ সালের জানুয়ারি মাসে।###
এনএইচ/পাবলিক ভয়েস