আজ সিঙ্গাপুর গেলেন এরশাদ

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৯
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

পাবলিক ভয়েস : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিয়মিত মেডিকেল চেক-আপের জন্য ২০ জানুয়ারি সিঙ্গাপুরে যাচ্ছেন।

আজ রোববার (২০ জানুয়ারি) হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিদেশ যাওয়ার খবর নিশ্চিত করেন।

দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি প্লেনে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।

তার সঙ্গী হিসেবে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং হুসেইন মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদ।

মন্তব্য করুন