জবিতে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৯

আতিকুল ইসলাম, জবি : কতিপয় ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আবু সাঈদ নামে এক শিক্ষার্থীকে ক্যাম্পাসে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে । গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ক্যাম্পাসের মূল ফটকের সামনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী আবু সাইদে জানায়, সে রাত ১০টার দিকে ক্যাম্পাসের মূল ফটকে বাসার ‘লিফলেট’ লাগাতে গেলে ফিন্যান্স ১১তম ব্যাচের তৌশিক তুর্য্যসহ আরো দুই যুবক এসে তাদের তিন জনকে একটা রুমে থাকতে দিতে হবে বলে দাবি করে। কিন্তু তাদের রুমে এতো জায়গা নেই বললে তারা আবু সাইদের সাথে জোর করতে থাকে এবং এক পর্যায়ে তাকে মারতে শুরু করে। তাকে মারতে মারতে নতুন ভবনের সামনে নিয়ে যায়।

আবু সাইদ আরো বলেন, “এমনকি অবস্থানরত পুলিশদের সামনেও আমাকে কিল-ঘুষি দিতে থাকে। এতে আমার মুখ ও ঠোট ফেটে যায়। অবস্থা বেগতিক দেখে এসময় আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে লক্ষ্মীবাজারের দিকে দৌড়ে চলে যাই। আমার কাছে থাকা মোবাইল, লিফলেট এবং মানিব্যাগ ছিনিয়ে নেয় তারা।”

এ বিষয়ে জবি প্রক্টর নূর মোহাম্মদ বলেন, “এক শিক্ষার্থী আমার কাছে ফোনে মৌখিক অভিযোগ দিয়েছে। তাকে আগামীকাল রোববার ক্যাম্পাসে এসে লিখিত অভিযোগ দিতে বলেছি। এরপর আমরা প্রশাসনিক ব্যবস্থা নেবো।”

মন্তব্য করুন