

পাবলিক ভয়েস : সিলেটের বালাগঞ্জের দুই সাবেক ইউপি চেয়ারম্যানসহ তিনজন বিএনপি ছেড়ে আ.লীগে যোগ দেয়ার একদিন পর এবার আ.লীগে যোগ দিলেন দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিব হোসেন।
গতকাল শুক্রবার বিকেলে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসকে গণসংবর্ধনা দিয়ে আ.লীগে যোগ দেন বিশিষ্ট ব্যবসায়ী হাবিব হোসেন। এ সময় বরইকান্দি ইউনিয়নের আরও অন্তত শতাধিক মানুষ আ.লীগে যোগ দেন।
বরইকান্দি এলাকায় নিজের মালিকানাধীন কমিউনিটি সেন্টার ‘হাবিব কমপ্লেক্সে’ গণসংবর্ধনার আয়োজন করেন ইউপি চেয়ারম্যান হাবিব হোসেন। অনুষ্ঠানে তার অনুসারী সহস্রাধিক লোকজন অংশ নেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানের এক পর্যায়ে হাবিব হোসেন এমপি কয়েসের হাতে ফুলের নৌকা উপহার দিয়ে আ.লীগে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
অনুষ্ঠানে সিলেট জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিনসহ দক্ষিণ সুরমা উপজেলা আ.লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগের দিন বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুর রশীদ কুতুব, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আ ফ ম শামীম ও সাবেক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এনায়েতুর রহমান রাজু আ.লীগে যোগদান করেন।
গত বৃহস্পতিবার রাতে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের ফেঞ্চুগঞ্জের নুরপুরের বাসভবনে আ.লীগে যোগদান করেন তারা।